শিরোনাম

উপাচার্যের সঙ্গে বাউবি ছাত্র অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশনার সময়: ৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাত্র অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা)-কে উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্বে আমন্ত্রণ জানান। এ উপলক্ষে বাউবি ছাত্র অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রের বিভাগীয় কমিটির বিভিন্ন পদবীর ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

পরিচয় পর্বে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা)-এর পরিচালনায় উপাচার্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু নাঈম, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইমাম হোসাইন। পাশাপাশি ঢাকা আঞ্চলিক কেন্দ্রের বিভাগীয় কমিটির সভাপতি মোঃ ওয়াজ কুরুনি, সাধারণ সম্পাদক সায়মন মিয়া ও সহ-আইন সম্পাদক মোঃ তালহা জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য পুনরায় শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। পারিবারিক ও সামাজিক নানা জটিলতার কারণে যাদের শিক্ষাজীবন ব্যাহত হয়, তারা বাউবির মাধ্যমে যে কোনো বয়সে আবার পড়াশোনা শুরু করার সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। বাউবির বিভিন্ন প্রোগ্রামের সেশনজট নিরসন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া পূরণ, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম আয়োজন এবং সমাবর্তন অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন যে, উপাচার্যের নেতৃত্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

পাশাপাশি উপাচার্য জানান, আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে বাউবিতে আরও যুগোপযোগী নতুন প্রোগ্রাম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর