সুখবর পাচ্ছেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এমপিওভুক্তির বিষয়ে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত সুখবর আসতে পারে বলে জানিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
গত ১৩ আগস্ট বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় অংশ নিয়েছিলেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতারা। এই মতবিনিময় ছিল সচিবের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার মাত্র দুই দিন আগে।
সচিব জানান, অনেক স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ২০০৬ সালের আগেই সরকারি স্বীকৃতি পেয়েছে, কিন্তু তারপরও তারা এমপিওভুক্ত হতে পারেনি। তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলোকেই এবার অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর এমপিওভুক্তির সারসংক্ষেপ ইতোমধ্যে প্রধান উপদেষ্টার টেবিলে জমা দেওয়া হয়েছে। যদি প্রধান উপদেষ্টা দেশের বাইরে না যেতেন, তাহলে হয়তো গত ক'দিনের মধ্যেই অনুমোদন হয়ে যেত। এখন আশা করা হচ্ছে, অনুমোদন আগামী সপ্তাহের মধ্যেই আসবে।
মন্তব্য করুন

