শিক্ষা জাতীয়করণের দাবিতে সমাবেশ, যানজটে ভোগান্তি
শিক্ষা জাতীয়করণ ও বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে সারাদেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করছে। সমাবেশের কারণে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর সচিবালয় ও তার আশেপাশের এলাকায় যানজট দেখা দিয়েছে। এতে অফিসগামী পথচারী ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়মে বাড়িভাড়া ৪৫ শতাংশ, শতভাগ উৎসব বোনাস, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, শ্রান্তি-বিনোদন ভাতা এবং সর্বজনীন বদলি ব্যবস্থা চালুর দাবি নিয়ে তারা এই মহাসমাবেশের আয়োজন করেছেন। একইসঙ্গে দীর্ঘদিন ধরে আলোচিত শিক্ষা জাতীয়করণের দাবিও এবার প্রধান এজেন্ডা হিসেবে রাখা হয়েছে।
মন্তব্য করুন

