ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সংবলিত জার্সি উপহার রোনালদোর

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র— এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা মোড়ানো বিশেষ এক জার্সি উপহার পেলেন ট্রাম্প।

সম্প্রতি জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডায় গিয়েছিলেন ট্রাম্প। আর সেখানে চমকপ্রদ উপহার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যেটা পাঠিয়েছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনালদো।

জি-৭ সম্মেলনে রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই ফাঁকে রোনালদোর সই করা পর্তুগালের একটি জার্সি তুলে দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা। তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে।

কী সেই বার্তা? জার্সিতে লেখা রয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে, শান্তির জন্য খেলছেন’। ৭ নম্বর জার্সিটির নিচে রয়েছে রোনালদোর স্বাক্ষর। রোনালদোর জার্সি নিয়ে ট্রাম্পের সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পরে কোস্তা সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি, শান্তির জন্য খেলছেন, একটি দল হিসেবে।’

মন্তব্য করুন