বন্যাক্রান্ত এলাকায় ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে: খাদ্য উপদেষ্টা

প্রকাশনার সময়: ১২ জুন ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খাদ্য সংকট নিরসনে আগামী দিনগুলোতে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব ও বর্তমান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত যে-সব এলাকায় খাদ্য ঘাটতি তৈরি হয়েছে, সেখানে অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করার জন্য সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। আমরা দ্রুততর সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সহায়তা পৌঁছানোর চেষ্টা করছি। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

তিনি আরও জানান, কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় অবস্থিত সরকারি খাদ্য গুদামে জলাবদ্ধতার কারণে মজুদকৃত খাদ্যদ্রব্য ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি কালিয়াজুড়ি এলাকার রেকর্ড রুমেও একই ধরনের জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে। এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন