শিরোনাম

তরুণ ভোটারদের টানতে বিএনপির ৩ সংগঠনের সেমিনার-সমাবেশ

প্রকাশনার সময়: ৮ মে ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

বিএনপির শীর্ষ তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে তারুণ্যের সেমিনার ও সমাবেশ। আগামীকাল শুক্রবার (৯ মে) চট্টগ্রাম বিভাগে প্রথম দফার কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

বিএনপির লক্ষ্য হচ্ছে, এসব কর্মসূচির মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে বিএনপির ঘোষিত ৩১ দফা তুলে ধরে তরুণ-যুবক ভোটারদের আকৃষ্ট করা। পাশাপাশি তরুণরা আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চায়, সে বিষয়ে তাদের মতামত নেওয়া।

বিএনপি নেতারা বলছেন, বিএনপির এই তিন সংগঠনের ৪ দফার মাসব্যাপী কর্মসূচিতে দলের নেতাদের পাশাপাশি সমাজের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ও তরুণ ইনফ্লুয়েন্সাররা অংশ নেবেন। তারা বিএনপির ৩১ দফার গুরুত্ব এবং আগামী দিনে বিএনপি তরুণদের জন্য কী ধরনের উদ্যোগ নেবে, তা তুলে ধরবেন। একই সঙ্গে এসব সেমিনার থেকে আগামী দিনের বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা কী, সেই মতামত নেবে বিএনপি।

মাসব্যাপী এসব কর্মসূচির প্রথম পর্বে আগামীকাল ৯ মে (শুক্রবার) বিকেল ৩টায় চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন