শিরোনাম

 ছুটি শেষে প্রাথমিকে ক্লাস শুরু, বুধবার খুলবে মাধ্যমিক

প্রকাশনার সময়: ৮ এপ্রিল ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা। মঙ্গলবার (০৮ এপ্রিল) থেকেই শুরু হয়েছে ক্লাস। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে বুধবার।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শ্রী শ্রী শিবরাত্রি ব্রত দিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে সোমবার (৭ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। তবে এদিন ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বন্ধ রাখা হয় প্রাথমিকে। ফলে আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হয়েছে।

মন্তব্য করুন