জাপানে পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর দাবিতে সোচ্চার প্রধানমন্ত্রী
জাপানের পার্লামেন্ট ভবনে নারীদের জন্য শৌচাগার বাড়ানোর দাবিতে স্পিকার বরাবর পিটিশন জমা দিয়েছেন ৯০ জন নারী আইনপ্রণেতা। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সেই পিটিশনে স্বাক্ষর করেছেন।
জাপানের পার্লামেন্টে মোট আসনসংখ্যা ৪৬৫টি এবং বর্তমানে নারী এমপি আছেন ৭৩ জন। ইয়াসুকো কোমিয়ামা নামের এক বিরোধী দলীয় এমপি বিবিসিকে বলেছেন, “পার্লামেন্টে অধিবেশন শুরুর আগে নারীদের বিশ্রামকক্ষের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। একজন এমপি আমাকে বলেছেন, এই লাইনের দাঁড়ানোজনিত বিরক্তির কারণে তিনি অধিবেশন শুরুর আগে শৌচাগারে যাওয়া ছেড়ে দিয়েছেন।”
পার্লামেন্টের প্ল্যানারি চেম্বারের কাছে নারীদের জন্য একটি শৌচাগার আছে। এর ভেতরে শৌচাগার হিসেবে ব্যবহারের জন্য আলাদা দুটি কক্ষ আছে। আর পুরো পার্লামেন্ট ভবনে নারীদের জন্য আছে মোট ৯টি শৌচাগার। এগুলোয় ব্যবহারের জন্য কক্ষ আছে ২২টি।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাপানের পার্লামেন্ট ভবনে পুরুষদের জন্য শৌচাগার আছে ১২টি। এর মধ্যে ব্যবহার করার মতো ৬৭টি কক্ষ ও ইউরিনাল আছে।
বিবিসিকে কোমিয়ামা বলেন, “বিশেষ করে বর্তমানের পরিস্থিতি নারী এমপিদের জন্য খুবই অসুবিধা জনক। কারণ পার্লামেন্টের নারী কর্মকর্তা-কর্মী এবং নারী দর্শনার্থীরাও এমপিদের শৌচাগার ব্যবহার করেন।”
মন্তব্য করুন

