শর্তসাপেক্ষে ৪৮ এজেন্সি পেল হজ কার্যক্রমের অনুমতি

প্রকাশনার সময়: ৭ অক্টোবর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

২০২৬ সালের হজ মৌসুমে অংশগ্রহণের জন্য ষষ্ঠ ধাপে দেশের ৪৮টি হজ এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত এসব এজেন্সিকে নির্ধারিত শর্ত কঠোরভাবে পালন করতে হবে। কোনো এজেন্সি যদি যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত মৌসুমে হজযাত্রী নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এজেন্সির লাইসেন্স বাতিলও করা হতে পারে।
 

মন্তব্য করুন