হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
হবিগঞ্জের বাহুবলে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম ওয়াহিদ মিয়া (৩২)। তিনি বাবনাকান্দি গ্রামের ইসহাক উল্লার ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মন্তব্য করুন

