শিরোনাম

 হবিগঞ্জের খোয়াই নদের বাঁধে ধস

প্রকাশনার সময়: ৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

হবিগঞ্জ শহরতলীর পূর্ব ভাদৈ গ্রামে খোয়াই নদের বাঁধ ধসে গেছে। এতে করে বাঁধের ওপর চলাচলের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতে নতুন করে বান এলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গত ২৩ আগস্ট এই বাঁধের অবস্থা অবগত হয়ে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত মেরামতের ব্যবস্থা করার নির্দেশ দেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  কিন্তু পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা না করায় এই ভাঙন বৃদ্ধি পেয়ে নাজুক অবস্থা হলে রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী সেখানে গিয়ে অবস্থান নিয়ে আন্দোলনের প্রস্তুতি নেয়। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মন্তব্য করুন