গাজীপুরে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ হস্তান্তর করলো সেনাবাহিনী
গাজীপুরের বিভিন্ন থানা এলাকা থেকে গত ৫ আগস্টের পর লুট হওয়া বিভিন্ন মডেলের ৩টি পিস্তল, ৫টি শর্টগানসহ বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব অস্ত্র বুঝে নিয়েছেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন

