সেন্টমার্টিন নিয়ে গুজবে কান দেবেন না: বিজিবি মহাপরিচালক
কক্সবাজারের টেকনাফের বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন নিয়ে কোনো কোনো মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। এই গুজবে কান না দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চট্টগ্রামের বাইতুল ইজ্জতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এদিন বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন সংস্থাটির প্রধান।
মন্তব্য করুন

