সিলেটে স্বস্তি, উত্তরাঞ্চলে বন্যার অবনতির শঙ্কা
সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নতুন করে বৃষ্টি না হওয়ায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় পানি কমেছে। আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে দেশের উত্তরাঞ্চলীয় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২১ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্তব্য করুন

