প্রেমের টানে ফিলিপাইনি তরুণী হবিগঞ্জে, করলেন বিয়ে

প্রকাশনার সময়: ৭ মার্চ ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

ফিলিপাইনের তরুণী জুবেলিন প্রেমের টানে ছুটে এসেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। গত ৪ মার্চ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আশিকুর রহমান মিশুকে বিয়ে করতে বাংলাদেশে আসেন জুবেলিন।

মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে বিয়ে করেন ফিলিপাইন এই তরুণী ও মাধবপুরের আশিকুর রহমান মিশু।

জানা গেছে, মাধবপুরের ধর্মঘর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশু। চাকরির সুবাদে প্রায় ৫ বছর আগে মিশু কাতারে যান। তখন তার পরিচয় হয় ফিলিপাইনি তরুণী জুবেলিনের সঙ্গে। এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সময়ের সঙ্গে তাদের সম্পর্কও গভীর হতে থাকে।

সম্প্রতি আশিকুর রহমান মিশু দেশে আসায় ফিলিপাইনের ওই তরুণী গত ৪ মার্চ মিশুর টানে বাংলাদেশে ছুটে আসেন। 
 

মন্তব্য করুন