শিরোনাম

৩ সন্তানের জনককে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন

প্রকাশনার সময়: ১০ মে ২০২৩, ১২:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে ৩ সন্তানের জনক প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশন করছেন ২ সন্তানের জননী। তাড়াশ উপজেলার ঘরগ্রামের মৃত সোবহানের ছেলে প্রেমিক নান্টুর বাড়িতে গেল রোববার থেকে অবস্থান নেন ওই নারী। অনশনরত ২সন্তানের জননী জানান, ৩ মাস আগে তাড়াশ উপজেলার ঘরগ্রাম  মৃত সোবহানের ছেলে নান্টু হোসেনের (৩৪)’ সঙ্গে তার বাড়িতে কাজ করার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় থেকেই বিয়ের প্রলোভনে নান্টু হোসেন আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তাকে বিয়ের জন্য চাপ দিলে নান্টু হোসেন টালবাহানা শুরু করেন। পরে বাধ্য হয়ে নান্টুর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছি।   

মন্তব্য করুন