ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের অংশগ্রহণ

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (মাঝে)। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দফার বৈঠক শুরু হয়েছে।

বুধবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকাল সাড়ে ১১টায় এই আলোচনা শুরু হয়। এতে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কমিশনের পূর্ববর্তী বৈঠকে অনুপস্থিত থাকা জামায়াত আজকের আলোচনায় একটি তিন সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ।

আজকের আলোচনায় মূল আলোচ্যসূচির মধ্যে রয়েছে আগের অসমাপ্ত আলোচনার নিষ্পত্তি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের রূপরেখা এবং আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন।

মন্তব্য করুন