শিরোনাম

সত্যিই কি বয়সে বড় পুরুষে আসক্ত ঋতাভরী?

প্রকাশনার সময়: ৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। রূপ আর অভিনয়ের জাদুতে দুই বাংলাতেই তার ভক্তের সংখ্যা অগণিত। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী। 

সেই আড্ডায় এক ভক্ত প্রশ্ন করেন, ‘শুনেছি আপনি নাকি বয়সে বড় ও পরিণত পুরুষদের পছন্দ করেন? ব্যক্তিগত বিষয়ে এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ না করে হেসেই উত্তর দিয়েছেন ঋতাভরী। তিনি স্পষ্ট জানান, ‘তথ্যটি একেবারেই সঠিক নয়।’

ঋতাভরীর বর্তমান প্রেমিক সুমিত আরোরা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য ও সংলাপ লেখক। শাহরুখ খানের ‘জাওয়ান’ থেকে শুরু করে ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’ বা ‘ফ্যামিলি ম্যান’-এর মতো আলোচিত সব কাজের পেছনে রয়েছে সুমিতের কলম। দীর্ঘদিনের প্রেমের পর সুমিতের সঙ্গে ইতোমধ্যে বাগদানও সেরে ফেলেছেন ঋতাভরী।

এর আগে এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। বিয়ের কথা চূড়ান্ত হলেও ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্ক থেকে সরে আসেন ঋতাভরী। এছাড়াও নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গেও প্রেম ছিল- এমনটাও শোনা যায়। ঋতাভরীর প্রেমিকদের মাঝে প্রায় সবারই বয়সের ব্যবধান অনেকটাই। তাই বয়সে বড় পুরুষে আসক্তির বিষয়টিও অস্পষ্ট রাখলেন অভিনেত্রী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

সত্যিই কি বয়সে বড় পুরুষে আসক্ত ঋতাভরী?

‘আপনাদের ভালোবাসা চাই’

‘আগে যেভাবে কাজ করতাম, এখন তা সম্ভব নয়’

কানাডার মঞ্চে ঝড় তুললেন নুসরাত ফারিয়া!

ওমরাহ-তে গিয়ে ছেলেকে দেখেই কাঁদলেন ওমর সানী

অপু বিশ্বাস আন্তরিক, বুবলী দায়িত্বশীল : সজল