নির্বাচনে রাজনীতিবিদরাই মূল প্লেয়ার: সিইসি
একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজন একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে রাজনীতিবিদদের সহযোগিতা জরুরি, কারণ নির্বাচনে তারাই মূল প্লেয়ার।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। সংলাপে তিনি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অন্যান্য চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের (ইসি) উচ্চপদস্থ কর্মকর্তারা।
মন্তব্য করুন

