আইপিএল জয়ের উদযাপন নিয়ে যে পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিসিআই


১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল ট্রফি হাতে তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ও তার দল যখন উদযাপনে মেতে উঠেছিলেন, তখনই চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরের দৃশ্য হয়ে ওঠে বিভীষিকাময়। প্রিয় দলের এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিল লাখও মানুষ। আর সেই ভিড়েই পদদলিত হয়ে মৃত্যু হয় ১১ জনের, আহত হন আরও ৫৬ জন।
এই মর্মান্তিক ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। ১৪ জুন, শনিবার বসছে জরুরি অ্যাপেক্স কাউন্সিল বৈঠক। এই অনলাইন বৈঠকে বিসিসিআই আইপিএল জয় উদযাপনকে ঘিরে 'স্ট্যান্ডার্ড গাইডলাইন' চালুর পথে হাঁটতে চলেছে। জানা যায়, লক্ষ্য একটাই ‘আর একটি প্রাণও যেন না হারায় ক্রিকেটের আনন্দে।’
বোর্ডের এক উচ্চপদস্থ সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, আরসিবির বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নয়, তবে এবার থেকে কোনও ফ্র্যাঞ্চাইজি যেন নিজে থেকেই উদযাপন না করতে পারে, সেজন্যই নিয়ম আনতে হচ্ছে। বিসিসিআইকে না জানিয়েই উদযাপন করেছিল আরসিবি। বোর্ডের এতে কোনও ভূমিকাই ছিল না।
এক নজরে বৈঠকের হাইভোল্টেজ এজেন্ডা:
আইপিএল জয় উদযাপন নীতিমালা — জননিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।
নিউজিল্যান্ড সফর চূড়ান্ত — ১১-৩১ জানুয়ারি, ২০২৬, ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি।
আচরণবিধি বিতর্ক — রোহিত- বিরাটের ক্ষোভের পর কোড অফ কনডাক্ট নিয়ে পর্যালোচনা।
এভিপি পর্যালোচনা — বয়স জালিয়াতি রুখতে বয়স যাচাই প্রোগ্রাম আরও কড়াকড়ি হবে।
তেলেঙ্গানার অর্থ দুর্নীতি — করিমনগরের অভিযোগ নিয়ে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ওম্বাডসম্যান জাস্টিস অরুণ মিশ্র।
মন্তব্য করুন