শিরোনাম

আ.লীগ নিষিদ্ধের দাবি সরকার বিবেচনা করছে, দ্রুতই সিদ্ধান্ত

প্রকাশনার সময়: ১০ মে ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হয়েছে। এই দাবিতে গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করে ছাত্র-জনতার আন্দোলন করছেন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সবাইকে সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সরকার। শুক্রবার (৯ মে) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

মন্তব্য করুন