আর্জেন্টিনাকে রুখে দিতে প্রস্তুত ব্রাজিল: আরানা

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয়ের দেখা পেয়েছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী বুধবার (২৬ মার্চ) মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুই দলের চিন্তার ভাজ তারকা ক্রিকেটারকে পাচ্ছেন না। তবে তা নিয়ে ভাবছেন না সেলেসাও তারকা ডিফেন্ডার গিয়ের্মে আরানা। তার ভাষ্যে, আর্জেন্টিনাকে রুখে দিতে পুরোপুরি প্রস্তুত র‍য়েছেন। 

আগামী ২৬ মার্চ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর তার আগেই মাঠে গড়াবে উরুগুয়ের সাথে বলিভিয়ার ম্যাচটি। আর এ ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আলবিসেলেস্তাদের ভাগ্য। এ ম্যাচে বলিভিয়া হারলে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হবে। আর মাঠে নেমে ড্র করলেও টিকিট নিশ্চিত করবে তারা। অপরদিকে চ্যালেঞ্জর সামনে ভারত। 

মন্তব্য করুন