বন্ধুর মেয়ের জন্মদিন উদযাপনে উরুগুয়েতে মেসি
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সেখান থেকেই বন্ধুত্বের সূচনা। ক্যারিয়ারের শেষদিকেও দুই বন্ধু খেলছেন একই ক্লাবের হয়েই। আর চলতি মাসে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ভারত সফরসঙ্গীও হন সুয়ারেজ।
দুজনের বন্ধুত্বের ঘনিষ্ঠতা কতটুকু, তা আর বলার উপেক্ষা রাখে না। এরপরও উভয়েই যেন বন্ধুত্বের গভীরতার প্রমাণ করতে চান বারবার। এবার বন্ধু সুয়ারেজের মেয়ের জন্মদিন উদযাপনে উরুগুয়েতে পাড়ি জমালেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর।
গেল ২৬ ডিসেম্বর ছিল লুইস সুয়ারেজের মেয়ে ডেলফিনা সুয়ারেজের ১৫তম জন্মদিন। ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করে সুয়ারেজের পরিবার। আর এই জন্মদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসি।
মন্তব্য করুন

