শিরোনাম

শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয়: পুতিন

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নিজের বার্ষিক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

তিনি বলেন, মস্কো বিশ্বাস করে না যে, ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত। পুতিন বলেন, ২০২৪ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে নীতিমালা তিনি তুলে ধরেছিলেন, তার ভিত্তিতে ইউক্রেনে সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে মস্কো প্রস্তুত ও আগ্রহী রয়েছে।

রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, রুশ সৈন্যরা ইউক্রেনে পুরো ফ্রন্টলাইনজুড়ে অগ্রসর হচ্ছে এবং রুশ বাহিনীর সাম্প্রতিক ভূখণ্ড দখলের অগ্রগতির প্রশংসা করেন তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর