রাজবাড়ীতে বিনামূল্যে হাসপাতালে মিলছে না জলাতঙ্কের টিকা
রাজবাড়ীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতাল গুলোতে সরকার থেকে বিনামূল্যে সরবরাহকৃত জলাতঙ্ক টিকার প্রকট সংকট দেখা দিয়েছে।
বিনামূল্যের এ টিকা হাসপাতালগুলোতে সরবরাহ না থাকায় বিভিন্ন উপজেলা থেকে আগত রোগীরা দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে বেশি দামে টিকা কিনছেন তারা।আবার টাকা দিয়েও মিলছেনা এ টিকা।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২২০ জন মানুষকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা 'র্যাবিস ভ্যাকসিন' দেওয়া হয়। এছাড়া প্রত্যেক মাসে গড়ে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার মানুষ সদর হাসপাতাল থেকে জলাতঙ্কের টিকা 'র্যাবিস ভ্যাকসিন' নিয়ে থাকে। কিন্তু গত ১৩ ডিসেম্বর থেকে রাজবাড়ী সদর হাসপাতালে 'র্যাবিস ভ্যাকসিন' সরবরাহ নেই।
মন্তব্য করুন

