সাবেক আইজিপি শহীদুল হকসহ ৬ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে


২০১৬ সালের জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ ছয়জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মামলার আসামিরা হলেন— সাবেক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সাবেক মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা, সাবেক এএসআই চঞ্চল চন্দন সরকার, সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা, এবং সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম মাইনুল ইসলাম।
সোমবার (২৪ মার্চ) সকালে এই ছয় আসামিকে পৃথক তিনটি মামলায় কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুর কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এবং অন্য দুই সদস্যের নেতৃত্বে তাদের গ্রেফতার এবং প্রতিবেদন দাখিলের জন্য শুনানি অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন