১৮ বছর আগে চাকরিচ্যুত ৮৫ কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

প্রায় ১৮ বছর আগে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সেই সঙ্গে এই কর্মকর্তাদের সব সুযোগ-সুবিধাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে তিনজন কর্মকর্তা মারা গেছেন মামলা চলাবস্থায়, তাদের পরিবারকেও সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

মন্তব্য করুন