শিরোনাম

জিম্মির মা জানেন না ছেলে মৃত না জীবিত, শান্তি চুক্তিতেই সব আশা

প্রকাশনার সময়: ৭ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

দুই বছর আগে হামাসের হাতে অপহৃত ইসরায়েলি যুবক তামির নিমরোডির মা হেরুত নিমরোডি এখনও জানেন না তার ছেলে জীবিত নাকি মৃত। কিন্তু তিনি এই ‘বাস্তব আশা’ নিয়ে বেঁচে আছেন যে, যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা গাজায় আটক সকল জিম্মিকে ফিরিয়ে আনবে।

হেরুত নিমরোডি বিবিসি নিউজকে জানিয়েছেন, তার ছেলে তামির, যিনি একজন নন-কমব্যাট বা অ-লড়াকু সেনা ছিলেন, তার জন্য তিনি ‘সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা’ করছেন। তবুও তিনি এই আশায় আঁকড়ে ধরে আছেন যে অপহৃত হওয়ার দুই বছর পরও ‘সে এখনও টিকে আছে।’

তিনি জানান, তামিরই একমাত্র ইসরায়েলি জিম্মি, যার পরিবারকে জানানো হয়নি যে সে জীবিত না মৃত।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাটি বর্তমানে গতি পাচ্ছে। যুদ্ধ শেষ করতে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে হামাস ও ইসরায়েলের মধ্যে এখন পরোক্ষ আলোচনা চলছে।

‘তারা অনেক দিন ধরেই একটি চুক্তির চেষ্টা করছে, কিন্তু তা কার্যকর হয়নি। এবার পরিস্থিতি অন্যরকম মনে হচ্ছে,‘বলেন মিসেস নিমরোডি। ‘আসল আশা আছে যে এটিই সেই চুক্তি, এটিই শেষ চুক্তি।’

তিনি বলেন, এই পরিকল্পনার প্রথম ধাপে জীবিত ও মৃত—সকল জিম্মিকে মুক্তি দেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন