গণহত্যা: তিন পুলিশের তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ


জুলাই-আগস্টে গণহত্যার মামলায় সাবেক ওসি আরশেদসহ তিন পুলিশ সদস্যের তদন্ত আগামী দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সেফ হোমে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
মন্তব্য করুন