ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে আদনান (৫) ও তাকরিম (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. তাকরিম কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে এবং মো. আদনান একই উপজেলার উচালিয়াপাড়া গ্রামের মো. আরাফাত মিয়ার ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আদনান নানার বাড়ি কুট্টাপাড়া উত্তর এলাকায় বেড়াতে আসে। শনিবার সকালে সে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুজনেই পুকুরের পানিতে পড়ে যায়।
মন্তব্য করুন

