যে কারণে পদত্যাগ করলেন টাইগারদের নির্বাচক


বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ ইসলাম লিপু। এছাড়াও বাকি দুজনের একজন হলেন আব্দুর রাজ্জাক, আরেকজন ছিলেন হান্নান সরকার। হান্নান বিসিবির নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গতবছর ১২ ফেব্রুয়ারি। তবে বছর না ঘুরতেই পদত্যাগ করেছেন তিনি।
জাতীয় দলের নির্বাচক হিসেবে বিসিবির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল হান্নান সরকারের। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছাড়লেন সাবেক এই ক্রিকেটার। জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।
হান্নান সরকার নিজেও বিসিবির চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ পেয়েছিলেন তিনি।
এদিকে হঠাৎ করে বিসিবির এই নির্বাচক কেনো চাকরি ছাড়লেন তা জানতে টাইগার ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মনে আগ্রহ জেগেছে। জানা গেছে, মূলত কোচিংয়ে ফিরতেই জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়েছেন তিনি।
মন্তব্য করুন