শিরোনাম

হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন আফসার আহমেদ রূপক

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক আফসার আহমেদ রূপক।

সোমবার (২৯ ডিসেম্বর) হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফসার আহমেদ রূপক বলেন, চার হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা ছিল একটি কঠিন যুদ্ধ। এই কঠিন কাজে যারা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আজ সেই সংগ্রামের ফল হিসেবে হবিগঞ্জ জেলার ডিসির কাছে আমার মনোনয়নপত্র দাখিল করতে পেরেছি।

তিনি আরও বলেন, জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর