শিরোনাম

হবিগঞ্জ-২ আসন: স্বতন্ত্রী প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আফসার আহমেদ রূপক

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক আফসার আহমেদ রূপক।

বুধবার বিকাল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা আক্তার সাথীর কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী ও সমর্থকরা। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিক আফসার আহমেদ রূপক সবার কাছে দোয়া কামনা করেন।

তিনি বলেন, বানিয়াচং ও আজমিরীগঞ্জের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি গড়ে তোলার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি নির্বাচনে সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর