বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় ছাত্রীর নাম
চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ভর্তির তালিকায় এক ছাত্রীর নাম প্রকাশিত হয়েছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টি শুধু বালকদের জন্য হলেও তালিকায় একটি মেয়ে শিক্ষার্থীর নাম আসায় অনেকে লটারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল পদ্ধতিতে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়। বেলা ২টার পর আনুষ্ঠানিকভাবে অনলাইনে এবং স্কুল নোটিশ বোর্ডে ফলাফল জানানো হয়।
প্রকাশিত তালিকায় চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি (দিবা শিফট) ভর্তি তালিকার ৭১ নম্বর সিরিয়ালে উঠে আসে 'মিস জুলেখা খাতুন' নামে এক ছাত্রীর নাম। ফলাফল প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ও অভিভাবকদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
কয়েকজন অভিভাবক জানান, ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রতি বছরই কিছু না কিছু সমস্যার অভিযোগ ওঠে। এর আগেও জেলার দুটি বালক-বালিকা বিদ্যালয়েও একই ধরনের ঘটনা ঘটেছে। ডিজিটাল লটারিতে এমন ভুল হওয়া আরও উদ্বেগজনক। এ ঘটনা দ্রুত সমাধান করা প্রয়োজন। লটারিতে নাম আসা ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে বারবার চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন

