শিরোনাম

আইপিএল ছেড়ে পিএসএলে নাম লেখালেন আরও এক তারকা অলরাউন্ডার

প্রকাশনার সময়: ২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করেননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসের পর ইংল্যান্ড তারকার গন্তব্যও পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ পিএসএলে। অন্যদিকে, আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। অবশ্য অজি অলরাউন্ডার পিএসএলে যাওয়া নিয়ে এখনো কিছু বলেননি। 

আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মঈন। যদিও আসন্ন মিনি নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এবারের নিলামে নাম তালিকাভুক্ত করেননি মঈন আলি।

৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় লিখেছেন, ‘পাকিস্তানে খেলতে সব সময় দারুণ লাগে। এখানের ক্রিকেটের মান খুব ভালো। সমর্থকদের আবেগ আরও ভালো খেলে উদ্বুদ্ধ করে। ইনশাল্লাহ, আরেকটা দারুণ অভিজ্ঞতার জন্য তৈরি।’ প্রসঙ্গত, এর আগে ২০২০ ও ২০২১ মৌসুমে সাবেক চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সের হয়ে খেলেছিলেন মঈন আলি।

এর আগে ডু প্লেসি আইপিএল থেকে নাম প্রত্যাহার করে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘আইপিএলে ১৪ মৌসুমে খেলার পর, আমি এবারের নিলামে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি অনেক বড় সিদ্ধান্ত এবং পেছনে ফিরে তাকালে অনেক কৃতজ্ঞতা আসে। আমার ক্রিকেট ক্যারিয়ারের অনেক বড় অংশ হয়ে আছে এই লিগ। বিশ্বসেরা সতীর্থদের সঙ্গে এখানে খেলা, দারুণ সব ফ্র‌্যাঞ্চাইজি এবং আবেগপূর্ণ সমর্থকদের সামনে খেলতে পারার মতো বড় কিছু হয় না। আমি সৌভাগ্যবান।’

প্রায় কাছাকাছি সময়েই হবে ভারত ও পাকিস্তানের জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল-পিএসএল। ফলে চাইলেও ক্রিকেটারদের অনেকে দুটি প্রতিযোগিতায় অংশ নিতে পারেন না। আবার অর্থ-বিত্ত ও জৌলুসে এগিয়ে থাকা আইপিএলের জন্য পছন্দের সব ক্রিকেটারকে পায় না পিএসএলসহ অন্য টুর্নামেন্ট। তবে পাকিস্তানি লিগে দল ভারি হচ্ছে। এর নেপথ্যে একটা বড় কারণ হতে পারে আইপিএলে দল না পাওয়ার শঙ্কা। 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

শামীম ইস্যু নিয়ে যা বললেন লিটন

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

ভূমিকম্পের পর তাসকিনের পোস্ট

 ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়