৫ আগস্ট সরকারি ছুটি, এ বছর থেকে শুরু: উপদেষ্টা ফারুকী

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফারুকী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার বিস্তারিত জানানো হবে। ১৪ জুলাই থেকে মূল আয়োজন চলবে।’তিনি জানান, ‘আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি পালন করা হবে।’

গত বছরের জুলাইতে শুরু হয়েছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন। বিগত সরকারের মদদে সেই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পুলিশ।

একপর্যায়ে আটক করা আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন সমন্বয়ককে। অত্যাচার চালানো হয় তাদের ওপর। যার কারণে পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। শুরু হয় গণঅভ্যুত্থান।

সেই অভ্যুত্থানে যোগ দেন সারাদেশের ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেখানে পুলিশসহ বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের সকল সংগঠন হামলা চালায়। নির্বিচারে চলে গুলি। এতে নিহত হন হাজারের বেশি ছাত্র-জনতা। আহত হন কয়েক হাজার।

একপর্যায়ে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে টিকতে না পেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 

মন্তব্য করুন