শিরোনাম

ভারতে পাকিস্তানের ‘অপারেশন বুনয়া নুম মারসূস’ শুরু

প্রকাশনার সময়: ১০ মে ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

হামলার জবাব দিতে ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানে একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি আজ শনিবার (১০ মে) ভোরে ‘অপারেশন বুনয়া নুম মারসূস’ নামের এই অভিযান শুরু করেছে বলে জানা গেছে।  ইতোমধ্যে ভারতের ব্রাহ্ম ক্ষেপণাস্ত্রের গুদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির বিভিন্ন মিডিয়ার খবরে বরা হয়, ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলার টার্গেট করা হয়েছে।

মন্তব্য করুন