জ্বালানি অবকাঠামোকে যুদ্ধের বাইরে রাখার আহ্বান তুরস্কের
জ্বালানির প্রবাহ অবাধ রাখার লক্ষ্যে রাশিয়া, ইউক্রেন এবং সংশ্লিষ্ট অন্য সব পক্ষের প্রতি জ্বালানি অবকাঠামোকে সংঘাতের বাইরে রাখার আহ্বান জানিয়েছে তুরস্ক। কৃষ্ণসাগর উপকূলে কয়েকটি হামলার পর বৃহস্পতিবার তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপারস্লান বায়রাকতার এই আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে সমুদ্রপথে রাশিয়ার বন্দরগামী দু’টি খালি ট্যাংকারে হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে মস্কোর হামলার জবাবে তেল ট্যাংকারে ওই হামলার দায় স্বীকার করেছে কিয়েভ।
মঙ্গলবারের আরেক ঘটনায় সূর্যমুখী তেল বহনকারী রুশ-পতাকাবাহী একটি ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে অভিযোগ করেছে মস্কো। তবে ইউক্রেন ওই হামরায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
মন্তব্য করুন

