শিরোনাম

সাকিবের ফেরার পথ খোলা রাখা সম্ভব নয়: ক্রীড়া উপদেষ্টা আসিফ

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিবের জন্য সরকারের পক্ষ থেকে আর কোনো পথ খোলা রাখা সম্ভব নয়।

আসিফ মাহমুদ বলেন, ‘আমার পক্ষে এখন আর ওই পথটা খোলা রাখা সম্ভব নয়। কারণ আমার প্রতিশ্রুতির জায়গা আছে, যেখানে আমাকে জবাবদিহিতা করতে হবে। নিজের বিবেকের কাছেও জবাবদিহিতা করতে হবে।’

সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগের কথাও উল্লেখ করে তিনি বলেন,‘সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, ফিন্যানশিয়াল ফ্রড এবং তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর সঙ্গে শেখ হাসিনাকে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় বিতর্ক আরও বেড়েছে।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

ভূমিকম্পের পর তাসকিনের পোস্ট

 ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

ইসলামিক গেমসে টিটির ফাইনালে বাংলাদেশ