সুযোগ পেলে দেশ ও মানুষের জন্য ভালো কিছু করতে চাই: তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে প্রবাস জীবন কাটানোর সময় দেশটির যেসব ভালো বিষয় দেখেছেন তা দেশের মানুষের জন্য কাজে লাগাতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে এ কথা বলেন তিনি। মঙ্গলবার (৭ অক্টোবর) দ্বিতীয় পর্বের সাক্ষাৎকার প্রকাশ করা হয়।
তারেক রহমান বলেন, এখান (যুক্তরাজ্য) থেকে কী কী দেখেছি, শিখেছি বা জেনেছি- আমি মনে করি যে, এই দেশ থেকে ভালো যা কিছু দেখেছি বা শিখেছি, দেশের নাগরিক হিসেবে এবং যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হয়তো আমার একটি সুযোগ আছে দেশের জন্য ভালো কিছু করার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যদি আমি ইনশাআল্লাহ সেই সুযোগটি পাই, তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার, এভাবে বিষয়টিকে আমি বিবেচনা করি।’
রাজনীতিতে পরিবর্তনের কথা বলা তারেক রহমানের কাছে প্রশ্ন ছিলো বিএনপির রাজনীতিতে আসলে কতটা পরিবর্তন হয়েছে; ভবিষ্যৎ বিএনপিই বা কেমন হবে?
জবাবে তারেক রহমান বলেন, ‘আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। আমরা দুটো বিষয় নিয়ে বাংলাদেশে খুবই গর্ব করি, অহংকার করি, একটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, আরেকটি হচ্ছে প্রবাসীরা দিন-রাত পরিশ্রম করে যে কষ্টার্জিত বৈদেশিক গার্মেন্টস শিল্পের প্রসার।
মন্তব্য করুন

