মাগুরার শিশু মায়াজকে দেশের কনিষ্ঠতম তারাবিহ ইমাম বলে দাবি

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

মাগুরার শিশু মায়াজ বিন আলমগীর দেশের কনিষ্ঠতম তারাবিহ নামাজের ইমাম বলে দাবি করেছে তার পরিবার। মাত্র ১৪ বছর বয়সে তারাবিহ নামাজে ইমামতি করছে এই শিশু।

তার পরিবার জানায়, সে এবছর রমজানে মাগুরা নতুন বাজার বায়তুল আমান মসজিদে তারাবিহ পড়াচ্ছে। দুই বছর আগে মায়াজ ঢাকা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হলেও বয়সের বাধ্যবাধকতার কারণে সে কোথাও ইমামতির দায়িত্ব পায়নি। এবছর সে প্রথমবারের মতো ইমামতির সুযোগ পেয়েছে।

মায়াজের বাবা আলমগীর হোসাইন বলেন, সাধারণত ১৪ বছরের নিচে কোনো ইমাম নিয়োগ দেওয়া হয় না। যেহেতু ওর বয়স সদ্য ১৪ পূর্ণ হয়েছে, তাই ওর চেয়ে কম বয়সী ইমাম আর থাকার কথা নয়। আমরা মাগুরায় খোঁজ নিয়েছি, ওর চেয়ে কম বয়সী কোন ইমাম তারাবিহ পড়াচ্ছে এমনটি নেই। বয়সের বাধ্যবাধকতার কারণে সমগ্র বাংলাদেশে মায়াজের চেয়ে কম বয়সের ইমাম থাকার কথা নয়।

মন্তব্য করুন