৩ বছর পর প্রকাশ্যে পপি, বললেন দেহটা ছাড়া কোনোকিছুই আমার ছিল না 

প্রকাশনার সময়: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

পৈতৃক জমি জবরদখলের ইস্যুতে সম্প্রতি আলোচনায় অভিনেত্রী পপি। এরইমধ্যে তার বোন থানায় জিডি করেছেন নায়িকার নামে। এদিকে অনেক দিন ধরে আড়ালবাস করছেন পপি। আড়াল থেকেই মুখ খুলেছিলেন। এবার এলেন ক্যামেরার সামনে। দীর্ঘ ৩ বছর পর সামনে এসে পপি বললেন, দেহটা ছাড়া কিছুই আমার ছিল না। 

 বৃহস্পতিবার পপির একটি ভিডিও প্রকাশ করেন বিনোদন সাংবাদিক অভি মইনুদ্দিন। ওই ভিডিওতে তার বিরুদ্ধে মা-ভাই-বোনের আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, আমি পপি। দীর্ঘ ২৮ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে— সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, এই হাতে যাদের লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মনমতো চলতে পারিনি। সেজন্যই বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি দুহাতে দিতে পেরেছি তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না। তাই তাদের কাছে গলার কাঁটা, শত্রু এবং অপছন্দের মানুষ। 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

হাসপাতালে ঢুকে অভিনেত্রীর বাবাকে গুলি 

শরিফুল রাজ, আরিফিন শুভ— মন্দিরার কাছে কে কেমন

বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছি : মিথিলা

ফের পাকিস্তানি টিকটকারের গোপন ভিডিও ফাঁস