আন্তর্জাতিক প্রটোকল মেনে অভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলন করা হবে: সিআইডি প্রধান
জুলাই অভ্যুত্থানে নিহতদের মরদেহ রায়ের বাজার কবরস্থান থেকে আন্তর্জাতিক প্রটোকল মেনেই উত্তোলন করা হবে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ উত্তোলন পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
তিনি বলেন, আনাসের মতো যারা বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এই কবরস্থানে যারা নাম-পরিচয়হীন অবস্থায় শুয়ে আছেন তাদের পরিচয় তখন যাচাই-বাছাই করা হয়নি। তাদের পরিচয় উদঘাটন করা জাতির কাছে আমাদের একটি দায়িত্ব। আজ সেই মহান কাজের সূচনা হলো।
মন্তব্য করুন

