হোলি আর্টিজান হামলায় ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ


গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ হামলার প্রায় নয় বছর পর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এ রায়ে সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ জুন) হাইকোর্টের ২২৯ পৃষ্ঠার এই রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ঘটনাটি ছিল নির্মম, নৃশংস ও জঘন্য। হামলার সময় জঙ্গিদের বর্বরতা, ঘটনাস্থলে তাদের আচরণ এবং এ ঘটনার পর বাংলাদেশ যে আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি হারিয়েছে—সেসব বিষয় বিবেচনায় নিয়ে এই সাজা দেয়া হয়েছে। রায়ে আরও বলা হয়, এই অপরাধের জন্য শুধুমাত্র যাবজ্জীবন নয়, বরং আমৃত্যু কারাদণ্ডই ন্যায়বিচার নিশ্চিত করবে।
মন্তব্য করুন