শিরোনাম

পত্রিকা পড়েন না ৭৩ ভাগ পাঠক, বেশিরভাগের চোখ অনলাইনে, তলানিতে রেডিও

প্রকাশনার সময়: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

দেশ-বিদেশের খবর জানতে যেসব পাঠক গণমাধ্যমে চোখ রাখেন তাদের মধ্যে ৭৩ শতাংশ জাতীয় দৈনিক পড়েন না। ৫৯ শতাংশ পাঠক খবর পড়েন অনলাইনে।

জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে পাঠক, দর্শক ও শ্রোতাদের মনোভাব জানার জন্য পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

খবরের বাহন হিসেবে প্রচলিত গণমাধ্যমের চেয়ে মোবাইল সেটের ওপর মানুষের নির্ভরতা বেশি। সামগ্রিকভাবে গণমাধ্যমের ওপর মানুষ আস্থা হারাননি, তবে রাজনৈতিক, সরকারি ও প্রভাবশালীদের হস্তক্ষেপকে বস্তুনিষ্ঠ খবর প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে দেখছেন তারা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) গণমাধ্যম সংস্কার কমিশনের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ সায়েম হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর