৭৫২ কোটি টাকায় ম্যানসিটিতে কে এই তরুণ গঞ্জালেস


এবারের মৌসুমে মাঠের ফুটবলে বেশ ধুঁকছে ম্যানচেস্টার সিটি। টানা চার প্রিমিয়ার লিগ শিরপো জেতা দলটি এবার চ্যাম্পিয়ন্স হওয়ার দৌড় থেকে ছিটকে গেছে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও কোনও রকম করে প্লে অফের রাউন্ডের জায়গা করে নিয়েছে। প্লে অফ রিয়ালের মতো দলের সঙ্গে পরীক্ষা দিয়ে শেষ ষোলতে জায়গা করে নিতে হবে তাদের।
এমন টালমাটাল অবস্থার মাঝেই জানুয়ারির ট্রান্সফারের শেষ দিন নতুন তারকাকে দলে নিয়েছে ম্যানসিটি। পর্তুগীজ ক্লাব পোর্তো থেকে নিকো গঞ্জালেসকে নিয়েছে প্রিমিয়ার লিগ দলটি।
নিকোকে দলে ভেড়াতে ৬০ মিলিয়ন ইউরো গুনতে হচ্ছে সিটিজেনদের। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭৫২ কোটি ৩৪ লাখ টাকা। প্রিমিয়ার লিগের দলটি নিজেদের ফিরে পেতে জানুয়ারির ট্রান্সফারে প্রায় ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি।
বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা নিকো ছাড়াও আরও চার ফুটবলারকে দলে নিয়েছে ম্যানসিটি। মর মারমুশ, আবদুকোদির খুশানোভ, ভিতোর রেইস—গঞ্জালেসের আগে এই তিন ফুটবলার কেনে সিটিজেনরা।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে গনজালেজ ৩৭ ম্যাচ খেলেছেন। দুটি গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন দুই গোলে। এর মাঝে স্পেনের ভ্যালেন্সিয়াতেও খেলেছেন তিনি। পোর্তোর হয়ে ম্যাচও অবশ্য বেশি খেলেছেন। এখানে ৬৮ ম্যাচে ৯ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন।
দল বদলের অন্যতম ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছে এমন তথ্য। স্পেনের মিডফিল্ডার নিকো শিগগিরই ইংল্যান্ডে যাবেন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য।
মন্তব্য করুন